করোনায় সুন্দরগঞ্জের এক নারীর মৃত্যু

মোঃ হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
করোনায় আক্রান্ত হয়ে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার অবসরপ্রাপ্ত এক নারী ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। আজ শুক্রবার উপজেলার রামজীবন ইউনিয়নের নিজপাড়া (ফকিড় পাড়া) গ্রামে তার বাবার বাড়িতে তাঁকে দাফন করা হয়। জানা গেছে গত একমাস আগে রংপুর সোনালী ব্যাংকের এলপিআরে থাকা সিনিয়র অফিসার সাহিদা বানু খন্দকার মুক্তা ঢাকায় মেয়ের বাসাতে বেড়াতে গিয়ে করোনায় আক্রান্ত হলে তাকে গ্রীণ লাইন হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎধীন অবস্থায় বৃহস্পতিবার তার মৃত্যু হয়। তার স্বামীর বাড়ি রাজশাহীতে। শুক্রবার সকালে উপজেলার নিজ পাড়া গ্রামে নামাজে জানাযা শেষে তার বাবা ছামসুল হক খন্দকারের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। রামজীরন ইউনিয়ন চেয়ারম্যান খন্দকার মিজানুর রহমান জানান, করোনায় আক্রান্ত হয়ে মুক্তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন মুক্তার ইচ্ছা অনুযায়ী তাকে বাবার বাড়িতে দাফন করা হয়। মুক্তার স্বামী হাবিবুর রহমান, এক ছেলে ও এক কন্যা সন্তান রয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আশরাফুজ্জামান সরকার জানান, বিষয়টি তিনি চেয়ারম্যানের মাধ্যমে জেনেছেন।  তবে পারিবারিকভাবে বিষয়টি জানানো হয়নি।