চাটমোহর সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ চড়মে, ঘটছে দুর্ঘটনা


মোঃ নূরুল ইসলাম, চাটমোহর, পাবনাঃ
পাবনার চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের বোঁথর গ্রামের প্রধান সড়কটি এখন খানাখন্দে পরিণত হয়েছে। সড়কের বেহাল দশা। সড়কটিতে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। একটু বৃষ্টি হলেই সড়কের ওপর হাঁটু পানি জমে যায়। তার উপরে রয়েছে সড়কের দুই পাশে ডোবা। সাম্প্রতিক বন্যা ও বৃষ্টিতে গ্রামীণ এই সড়কটি চলাচলের অনুপযোগি হয়ে পড়েছে। সড়কের বিভিন্ন অংশ ধসে গেছে। সৃষ্টি হয়েছে গর্তের। এতে বিপাকে পড়েছেন এলাকার সাধারণ মানুষ।
বৃহস্পতিবার সরজমিনে দেখা যায়, সড়কের পাশে একটি বড় করিমন (শ্যালো ইঞ্জিন চালিত গাড়ি) উল্টে পড়ে আছে। সড়কের দুই পাশের মাটি নেই। 

এলাকাবাসী, সড়কটি দ্রুত মেরামত করা না হলে যান চলাচলে চরম দূর্ভোগে পড়বে গ্রামের হাজার হাজার মানুষ। প্রায় প্রতিনিয়োতই গাড়ি ইল্টে যায়। যে কোন সময় বড় ধরণের দূর্ঘটনা ঘটতে পারে।বন্যার পানিতে এই মাটি সরে গেছে। সড়কটি গর্তে পরিণত হয়েছে। এলাকাবাসী দুর্ভোগ পোহাচ্ছে। ত্রাণ ও দুর্যোগ তহবিল থেকে কালভার্টটি মেরামত করা হবে।

উপজেলা চেয়ারম্যান আ.হামিদ মাস্টার বলেন, অগ্রাধিকার ভিত্তিতে ইউনিয়ন চেয়ারম্যানদের সড়ক সংস্কারের জন্য তালিকা তৈরির কথা বলা হয়েছে। সড়কটির কাজ করা হবে।