বিশ্বনাথে ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়ের : গ্রেফতার ১

 বিশ্বনাথ প্রতিনিধি : বিশ্বনাথ উপজেলা ১নং লামাকাজী ইউনিয়নের সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের সাহেব নগর পয়েন্টে গত ৫ অক্টোবর রাত ৯টায় সংগঠিত ছিনতাইয়ের ঘটনায় সুহেল মিয়া নামের এক আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ৮ অক্টোবর বৃহস্পতিবার দুপুর ২টায় উদয়পুর গ্রামের নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়। তার পিতার নাম মোঃ মকরম আলী। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদী শাহনুর হোসাইন। মামলার বিবরণে জানা যায়, গত ৫ অক্টোবর কেশবপুর গ্রামের মোঃ শাহনুর হোসাইনের পুত্র আকমল হোসেন ও তার সহ সহযোগী গোবিন্দগঞ্জ ও গোলচন্দ বাজার থেকে ঔষধ কোম্পানীর টাকা সংগ্রহ করে লামাকাজীতে আসার পথে সাহেব নগর পয়েন্টে তাদেরকে মারপিট করে ৮৫ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়।ঘটনার পরদিন শাহনুর হোসাইন বাদী হয়ে বিশ্বনাথ থানা একটি অভিযোগ দায়ের করলে পুলিশ ১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩৭৯ ধারায় মামলাটি রেকড করে। (মামলা নং-০৪/২০, তারিখ ০৬/১০/২০২০ইং)। এই মামলার প্রেক্ষিতে পুলিশ সুহেলকে গ্রেফতার করে। সুহেলের বিরুদ্ধে বিশ্বনাথ জিআর ১৪২/২০১৮ইং, বিশ্বনাথ জিআর ২৯/২০১৯ইং দুটি মামলা রয়েছে।গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই গোপেষ চন্দ্র।