কালিগঞ্জে চারজন নারী উদ্যোক্তার মাঝে ঋণ বিতরণ করা হয়েছে।

শেখ আতিকুর রহমান, কালিগঞ্জ ব্যুরো : কালিগঞ্জে চারজন নারী উদ্যোক্তার মাঝে ঋণ বিতরণ করা হয়েছে। জনতা ব্যাংক লিমিটেড কালিগঞ্জ শাখার আয়োজনে বুধবার বেলা ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে মুজিব শতবর্ষ উপলক্ষে নারী উদ্যোক্তা ও হাঁস খামারিদের মাঝে চারজনকে ৫০ হাজার টাকা করে ২ লক্ষ টাকা ঋণ প্রদান করেন। জনতা ব্যাংক কালিগঞ্জ শাখা ব্যবস্থাপক মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ঋণ বিতরণ করেন কালিগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক রাসেল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নবাগত সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা মহোদয়, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মনোজিৎকুমার মন্ডল, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, নারী উদ্যোক্তা হালিমা খাতুন, আছিয়া খাতুন, সালমা পারভীন, পারভিন আক্তার,  নিজ দেবপুর গ্রামের হাঁস খামারি মোঃ আবু সাঈদ ও মৌতলা গ্রামের হাঁস খামারি হাসিবুল হাসান প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক রাসেল বলেন আমাদের যে সম্পদ আছে তার সদ্ব্যবহার করতে হবে বিখ্যাত শিল্পীর  গানের কথা দিয়ে  তিনি বলেন দ্বীপ ছিল  শিখা ছিল  শুধু তুমি  ছিলে না  বলে আলো জ্বললো না আমাদের একটি মাস্টার প্ল্যান আছে, আমাদের ব্যাংক আছে, ঋণ আছে, খামার আছে, আমাদের মাঝে সেতুবন্ধন ও ট্রেনিং থাকলেই তাদেরকে ব্যাংকের ঋণ  সুবিধা দেওয়া হবে। তিনি বলেন ব্যাংক ছাড়াও একটি বাড়ি একটি খামার, যুব উন্নয়ন অধিদপ্তরের ঋণ, বিআরডিবি ঋণ অফিস থেকে সুবিধা দেওয়া হচ্ছে। ঋণ নিয়ে ব্যবসায় উৎপাদনে কাজে লাগাতে হবে দেশকে এগিয়ে নিতে হবে তিনি আরো বলেন আমাদের মা-বাবারা যা করেছে সন্তানদেরকে আর একটু ভিন্নভাবে বিকল্প চিন্তা নিয়ে ব্যবসায় অগ্রগতি উন্নয়ন সাধন করতে হবে, নিজেদের প্রতিষ্ঠিত হতে হবে,  তিনি বলেন চাকরি নয় ব্যবসায় মানুষের সাফল্য আসতে পারে, চাকরি শুধুমাত্র জীবন-জীবিকার প্রয়োজন মিঠাই মাত্র, কিন্তু ব্যবসা করে গাড়ি বাড়ি এবং অনেক টাকার মালিক প্রতিষ্ঠিত হওয়া সম্ভব। তিনি ব্যবসায়ীদের খামারিদের মাস্টার প্লান অনুযায়ী ব্যবসার উন্নয়ন ঘটানো আশাবাদ ব্যক্ত করেন। এ সময় তিনি চারজন নারী উদ্যোক্তা খামারিকে ৫০ হাজার টাকা করে ২ লক্ষ টাকা ঋণ প্রদান করেন। প্রয়োজনে খামারিদের আরো ব্যাংক ঋণ সুবিধা দেওয়ার  কথা বলেন।