জুয়ার আসর থেকে পুলিশের ভয়ে নদীতে ঝাঁপ, উদ্ধার হলো অধ্যাপকের লাশ

নৌকায় জুয়ার আসরে পুলিশের হাত থেকে বাঁচতে নদীতে ঝাঁপ দিয়ে লাশ হয়ে ফিরলেন সহকারী অধ্যাপক আবদুল হাই নান্নু (৪৫)। বুধবার বিকেলে সাড়ে ৪ টার দিকে বগুড়ার শেরপুর উপজেলার সুঘাট বাজারে বাঙ্গালী নদীতে ভেসে ওঠে তার লাশ। পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। নিহত নান্নু ধুনট উপজেলার বেলকুচি গ্রামের বাসিন্দা এবং কাজিপুরের আমেনা মুনসুর ডিগ্রি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক। উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে উপজেলার আওলাকান্দি এলাকায় নৌকায় জুয়াখেলার আসরে পুলিশ অভিযান চালায়। এসময় পুলিশের ভয়ে নদীতে ঝাঁপ দেন নান্নু। তখন থেকেই তিনি নিখোঁজ ছিলেন। শেরপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা রতন হোসেন জানান, বাঙ্গালী নদীর যেখানে আবদুল হাই নান্নু ঝাঁপ দিয়েছিলেন সেই ঘটনাস্থলের দেড় কিলোমিটার দক্ষিণে তার লাশ ভেসে ওঠে। শেরপুর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, লাশ উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।