ঋতু রানী

মেজবাউল হাসান

আষাঢ় শ্রাবন বর্ষা পেড়িয়ে
শরৎ এলো ফিরে
শিউলি ফুলের সুবাস ছড়িয়ে
এলো নজর কেড়ে।
গ্রীষ্মের কাঠ ফাটা রোদ
বর্ষার অঝোর ধারা
শুভ্রতার প্রতীক শরৎ এলো
প্রকৃতিতে দিল নাড়া।
স্নিগ্ধ জোৎস্না নির্মল আকাশ
সাদা মেঘের ভেলা
চাদকে ঢেকে মুছকি হেসে
খেলছে লুকোচুরি খেলা।
কল কল নদী বয়ে চলে
শান্ত ঢেউয়ের তালে
মাঝি মাল্লায় নৌকা চালায়
রঙিন পাল তুলে।
সাদা সাদা কাশবন
নদীর দুকূল ঘিরে
জেলে মাঝি তান ধরে
ভাটিয়ালি সুরে।
ঋতুরানী শরৎ এলো
শুভ্র পরীর বেশে
দোলন চাপা কাশফুল সাদা
দোল খায় বাতাসে।