ঈশ্বরদীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
বাংলাদেশ শিক্ষক সমিতি ঈশ^রদী উপজেলা শাখার আয়োজনে ঈশ্বরদীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে ‘শিক্ষক: সংকটে নেতৃত্ব দান, ভবিষ্যত পুনঃনির্মাণ’ শীর্ষক আলোচনায় বক্তারা দেশের অগ্রগতি ত্বরান্বিত করার জন্য শিক্ষা ব্যবস্থাসহ সমাজের সকল ক্ষেত্রে নৈরাজ্য দূর করতে শিক্ষকদের নেতৃত্ব দেয়ার আহব্বান জানিয়েছেন। এসময় শিক্ষানীতি’২০১০ বাস্তবায়ন, বিশ্ব শিক্ষক দিবস জাতীয়ভাবে পালন এবং শিক্ষা ব্যাবস্থা জাতীয়করণের দাবী জানানো হয়েছে।
প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার পি এম ইসরুল কায়েস। সভাপতিত্ব করেন সমিতির সভাপতি জোমসেদ আলী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেলিম আক্তার, প্রাথমিক শিক্ষা অফিসার মৃণাল কান্তি সরকার ও একাডেমিক সুপারভাইজার আরিফুল ইসলাম। সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রবি।
বক্তব্য রাখেন, সরকারি এস এম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আয়নুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক স্বপন কুমার কুন্ডু, সমিতির সাবেক সাধারণ সম্পাদক এমদাদুল হক, সাবেক প্রধান শিক্ষক মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন বিশ্বাস, সমিতির উপদেষ্টা মিজানুর রহমান, কলেজ -বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আহব্বায়ক উপাধ্যক্ষ ইসমাইল হোসেন, সমিতির কেন্দ্রীয় সহ-সাংগাঠনিক সম্পাদক ইব্রাহিম হোসেন, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হেলাল উদ্দিন ও সমিতির শিক্ষা ও গবেষণা সম্পাদক হামিদুর রহমান প্রমূখ।