মৌলভীবাজার জেলা পুলিশের মুঠোফোন নাম্বারে পরিবর্তন আনলো বিটিসিএল


মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ উন্নত ও আধুনিক সেবা নিশ্চিতের লক্ষ্যে মৌলভীবাজার জেলা পুলিশের প্রয়োজনীয় মুঠোফোন নাম্বারে পরিবর্তন আনলো বিটিসিএল। এরই ধারাবাহিকতায় গত ১লা অক্টোবর-২০২০ তারিখ থেকে কার্যকর হয়েছে। মৌলভীবাজার পুলিশ সুপার বর্তমান নাম্বার-০১৩২০-১১৯৭০০, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ)- ০১৩২০-১১৯৭০২, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি)- ০১৩২০-১১৯৭০৩, অতিরিক্ত পুলিশ সুপার (সদর)- ০১৩২০১১৯৭০৪, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল (সদর ও রাজনগর থানা)- ০১৩২০-১১৯৭৪৫, অতিরিক্ত পুলিশ সুপার কুলাউড়া সার্কেল (কুলাউড়া, বড়লেখা ও জুড়ী থানা)- ০১৩২০-১১৯৭৫০, সহকারী পুলিশ সুপার শ্রীমঙ্গল সার্কেল (শ্রীমঙ্গল ও কমলগঞ্জ থানা)- ০১৩২০১১৯৭৫৫, ডিআইও-১ ডিএসবি -০১৩২০-১১৯৭৬০, ডিআইও-২ ডিএসবি- ০১৩২০-১১৯৭৬১।মৌলভীবাজার মডেল থানা অফিসার ইনচার্জ- ০১৩২০-১১৯৭৭৫, পুলিশ পরিদর্শক (তদন্ত) সদর থানা-০১৩২০-১১৯৭৭৬, পুলিশ পরিদর্শক (অপারেশন) সদর থানা ০১৩২০-১১৯৭৭৭, ডিউটি অফিসার সদর থানা-০১৩২০-১১৯৭৮০। উল্লেখ্য,উন্নত ও আধুনিক সেবা নিশ্চিতের লক্ষ্যে বিটিসিএল-এর সকল গ্রাহকের নম্বর ১১ ডিজিটের নম্বরে পরিবর্তন করা হবে বলে জানিয়েছে বিটিসিএল। বিগত ৪ঠা আগস্ট মঙ্গলবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে বিটিসিএল।