শাহজাদপুরে যত্রতত্র বিক্রি হচ্ছে সিলিন্ডার গ্যাস, যে কোন সময় ঘটতে পারে দুর্ঘটনা

শাহজাদপুর প্রতনিধিি ঃ

প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা ও ফায়ার সাইর্ভসের অনুমোদন ছাড়াই সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রশাসনের নাকের ডগায় যত্রতত্র ঝুঁকিপুর্ণভাবে বিক্রি হচ্ছে এলপিজি সিলিন্ডার গ্যাস । যে কোন মুহুর্তে দুর্ঘটনা ঘটার আশঙ্কা বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। উপজেলার বিভিন্ন হাট- বাজারে ফার্নিচার, মুদি দোকান, রড সিমেন্টের দোকান, হার্ডওয়ার দোকান, ফোন ফ্যাক্সের দোকান সহ বিভিন্ন দোকানে অবৈধভাবে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস সিলিন্ডার। বিক্রেতাদের নেই কোনো প্রশিক্ষণ ও বৈধ কাগজপত্র। গ্যাসের চাহিদা বাসা-বাড়িতে বৃদ্ধি পাওয়ায় নিওয়ম নিতীর তোয়াক্কা না করে প্রকাশ্যে তা বিক্রি করা হচ্ছে। সরেজমিন ঘুরে দেখা যায়,উপজেলার বাঘাবাড়ি নৌবন্দর ও ওয়েল ডিপোর এক থেকে দুইশো মিটার আশ পাশেই রয়েছে বেশ কিছু এলপিজি গ্যাসের দোকান। এছাড়াও উপজেলার বিভিন্ন হাটবাজার সহ শাহজাদপুর পৌর শহরের ব্যস্ততম সড়কের ওপর গ্যাস সিলিন্ডার গুলো সারিবদ্ধ করে রেখে তা বিক্রি করছে। এ বিষয়ে উপজেলার তালগাছি বাজারে অবস্থিত এলপিজি সিলিন্ডার গ্যাস ব্যবসায়ী সায়লা ট্রেডার্সের সত্বাধিকারী সিরাজুল ইসলাম বলেন, আমার নিজের প্রতিষ্ঠানটি ফায়ার অনুমোদিত। আমার এখানে অগ্নি নির্বাপক যন্ত্রও আছে। তবে এলপিজি সিলিন্ডার গ্যাস ব্যবসায়ীদের নিয়ম কানুন মেনে ব্যবসা পরিচালিত করা দরকার বলে আমি মনে করি। এ বিষয়ে শাহজাদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মনজুরুল আলম বলেন, অগ্নি প্রতিরোধ ও অগ্নি নির্বাপক ২০০৩ সালের আইনানুযায়ী অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে অগ্নি নির্বাপক ব্যবস্থাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে খুচরা বিক্রির জন্য মাত্র ১০টি গ্যাস ভর্তি সিলিন্ডার রাখা যায়। কিন্তু এখানকার গ্যাস ব্যবসায়ীরা আইন কানুন মানছেন না। অনেকে ইউনিয়ন পরিষদের ট্রেড লাইসেন্স নিয়েই গ্যাস বিক্রি করছেন। এই ট্রেড লাইসেন্স গ্যাস বিক্রির বৈধ লাইসেন্স নয়। উপজেলায় কয়েক’শ গ্যাস সিলিন্ডার ব্যবসায়ীর মধ্যে হাতে গোনা কয়েকজনের ব্যবসা প্রতিষ্ঠানের ফায়ার সার্ভিসের ছাড়পত্র রয়েছে। বাদবাকীরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার বিক্রি করে আসছেন। তাদের কোন প্রশিক্ষণ নেই। বিভিন্ন বাজারে গিয়ে তাদেরকে মৌখিকভাবে সতর্ক করা হচ্ছে। শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা জানান, যারা বিনা লাইসেন্সে ও যত্রতত্র অবৈধভাবে রাস্তার ওপর রেখে এলপিজি গ্যাস বিক্রি করছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।