উন্নয়নের ক্ষেত্রে ভারতের চেয়ে বাংলাদেশ অনেক এগিয়ে :: পাবনায় ভারতীয় সহকারী হাইকমিশনার সঞ্জিব কুমার ভাটি

আবদুল জব্বার,পাবনা ঃ
রাজশাহীস্থ ভারতের সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাটি বলেছেন, উন্নয়নের ক্ষেত্রে ভারতের চেয়ে বাংলাদেশ অনেক এগিয়ে রয়েছে। শুধুমাত্র ২০১৯ সালেই ভারত সরকার বাংলাদেশের ১৬ লক্ষ মানুষকে ভিসা দিয়েছে। যা পৃথিবীর অন্য কোন দেশকে দেয়া হয়নি। এটা বন্ধুতের ক্ষেত্রে নজিরবিহীন ঘটনা। তিনি আরও বলেন, ভিসা প্রক্রিয়া আরও সহজতর করার কাজ চলছে। কোন দালালের মাধ্যমে ভিসা দেওয়া হচ্ছেনা। রিকশাওয়ালা থেকে শিল্পপতি যেই হোক কাগজপত্র সঠিক থাকলে তাদেরকে দ্রুত ভিসা দেওয়া হচ্ছে।
সঞ্জীব কুমার ভাটি আরও বলেন, বাংলাদেশ-ভারত চমৎকার সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এদেশের স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে এখন পর্যন্ত দু’দেশের বন্ধুসূলভ সম্পর্ক বজায় আছে, এটি বজায় থাকবে।
গতকাল শনিবার সকাল সাড়ে ১১ টায় পাবনা প্রেসক্লাব মিলনায়তনে জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সঞ্জীব কুমার ভাটি উপরোক্ত কথাগুলো বলেন।
পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমানের সভাপতিত্বে ও সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেলের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, পাবনা প্রেসক্লাব সম্পাদক সৈকত আফরোজ আসাদ। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন একুশে পদকপ্রাপ্ত দেশবরেণ্য সাংবাদিক ও কলামিষ্ট রণেশ মৈত্র, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি, পাবনা সংবাদপত্র পরিষদ সভাপতি আব্দুল মতীন খান, পাবনা রির্পোটার্স ইউনিটির সভাপতি হাবিবুর রহমান স্বপন, পাবনা প্রেসক্লাবের সাবেক সম্পাদক আহমেদ উল হক রানা, সাবেক সম্পাদক আঁখিনূর ইসলাম রেমন, প্রেসক্লাবের সাবেক সহসভাপতি আখতারুজ্জামান আখতার, সাংবাদক নরেশ মধু প্রমুখ। পরে পাবনা প্রেসক্লাবকে ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে ৩ টি কম্পিউটার ও একটি প্রিন্টার প্রদান করা হয়। এর আগে দুই দেশের জাতীয় সংগীত গেয়ে অনুষ্ঠান শুরু করা হয়।