তুমি এলে যদি সূর্যোদয় হয়
চোখে জেগে ওঠে চাঁদ
তুমি এলে ভালো লাগে বৃষ্টি
তুমি এলে যদি সমুদ্রের ঘাটে
জাগে পাখি
শ্রাবনের মেঘ মল্লার ভেসে যায়
মাতাল নৌকোর মত ভবিষ্যৎহীন
মাঝে মাঝে দৈবাৎ মনে পড়ে যায়
সেই বাল্যকাল সেই হরিণ শিশুর কথা
আমার দিন যায়
আদি-অন্তহীন বিষন্ন নির্জনতায়
গোধূলি বেলায় ঘরে ফেরা গরুর গলায়
ক্লান্ত ঘন্টা বাজে
সমস্ত আকাশ জুড়ে আমার দিন যায়
উদাস দৃষ্টিতে খুঁজে ফিরি
দিনান্তে তোমায় আমি
স্মৃতির ভেতর সারাদিন বৃষ্টির শব্দ
তোমার বুকের শব্দ নিঃশ্বাসের উত্তাপ
জানি আর বৃষ্টি ঝরবে না
বৈশাখের মেঘে মেঘে পোড়া মাটিতে
তবুও হয়তো তুমি আসবে একদিন
খুলে রাখা জানালার আকাঙ্ক্ষার ফাঁকে