ভয়াবহ ভাঙ্গনের কবলে সিংড়া পৌরবাসী, নদীগর্ভে বিলীন হচ্ছে ঘর-বাড়ি

নাটোর প্রতিনিধি
নাটোরের সিংড়ায় আত্রাই নদীর পানির প্রবল স্রোতে পৌরসভার শোলাকুড়া এলাকার ১৩ টি বাড়ি স¤পূর্ণ এবং ৫টি বাড়ি আংশিক বিলীন হয়ে গেছে।
নদীর পানি কমলেও ভাঙ্গনের তীব্রতা বেড়েছে, আতংকে মানুষ বাড়ির মালামাল অন্যত্র সরিয়ে নিচ্ছে। স্থানীয় সাংসদ ও আইসিটি প্রতিমন্ত্রী এড. জুনাইদ আহমেদ পলক শুক্রবার বিকেলে সরেজমিনে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন।এসময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে কথা বলেন। অনেকে কান্নায় ভেঙ্গে পড়েন।তিনি তাদের স্বান্তনা দেন এবং ধৈর্য ধারন করতে বলেন। এসময় উপস্থিত ছিলেন, সিংড়া পৌরসভার মেয়র আলহাজ্ব জান্নাতুল ফেরদৌস, ইউএনও নাসরিন বানু, পিআও আলআমিন সরকার, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক স¤পাদক রুহুল আমিন। পানি উন্নয়ন বোর্ড জানায়, আত্রাই নদীর সিংড়া পয়েন্টে বৃহ¯পতিবার বিপদসীমার ১১১ সে. মি. উপর দিয়ে প্রবাহিত হলেও শুক্রবার তা কমে ৫৫ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এসময় আইসিটি প্রতিমন্ত্রী এড. জুনাইদ আহমেদ পলক এমপি বলেন, ১০ হাজার জিও ব্যাগ দিয়ে বালি ফেলানো হচ্ছে।সেচ্ছাসেবকরা কাজ করছে। উপজেলার কতিপয় কিছু সন্ত্রাসী নদীতে অবৈধ সোঁতিজাল দিয়ে পানির স্বাভাবিক চলাচল ব্যহত করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। অবৈধ সোঁতি উচ্ছেদে ও নিয়মিত মামলা দিতে প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে। ইতিমধ্যেই প্রশাসন কাজ শুরু করেছে। বিগত দিনে আমি নিজে জনগনকে সাথে নিয়ে অভিযান পরিচালনা করেছি। এবারো প্রয়োজনে অভিযান করবো।