গ্রামীন সড়ক রক্ষ বেক্ষণের কাজ শুভ উদ্ধোধন করলেন জেলা প্রশাসক

গ্রামীণ সড়ক রক্ষানাবেক্ষন মাস হিসাবে গতকাল দুপুরে লালমনিরহাট পৌরসভার সেনা মৈত্রী বাজার থেকে চাঁদনী বাজার ভায়া  জেলখানা সড়কের শুভ উদ্ধোধন করেছেন লালমনিরহাট জেলা প্রশাসক  আবু জাফর ও এলজিইডি’ র নির্বাহী প্রকৌশলী আশরাফ আলী। কাজটি দেখন করবেন লালমনিরহাট এলজিইডি দপ্তর। এলজিইডি নির্বাহী প্রকৌশলী আশরাফ আলী জানান, লালমনিরহাট এলজিইডি দপ্তরের অধীনে জেলার ৫ উপজেলায় যে সকল কাজ হচ্ছে এবং হবে তা গুনগত মানের জন্য স্ব স্ব উপজেলা প্রকৌশলীদের নির্দেশনা দেওয়া হয়েছে। আর সে মোতাবেক তারা ঠিকাদারকে সাথে নিয়ে কাজ করে যাচ্ছেন। এরই মধ্যে কোন কাজের ক্রটিপুর্ণ হলে তা সংশ্লিষ্ট ঠিকাদারের মাধ্যমে করে নেয়া হচ্ছে। সদর উপজেলায় যে সকল কাজ উপজেলা এলজিইডির অধিনে হয়েছে এবং চলমান তা উপজেলা প্রকৌশলী ঠিকাদারকে নিয়ে সরেজমিনে উপস্থিত থেকে সম্পন্ন করা হয়েছে। লালমনিরহাট সদর উপজেলা প্রকৌশলী জানান, কাজের কোন প্রকার ক্রটিপুর্ণ রেখে বিল প্রদান করা হয়না। ইতিমধ্য দুটি কাজের ঠিকাদার ক্রটিপুর্ণ করলে বিল আটক দেয়া হয়। পরে কাজ সম্পন্ন করে নিয়ে বিল প্রদান করা হয়েছে। এতে ঠিকাদার মন খারাপ করেছিল। এতে যায় আসেনা। উপর কর্তৃপক্ষের নির্দেশ মতে আমাকে কাজ বুঝে নিয়ে পরে বিল প্রদান করতে বলেছেন। সে মতে কাজ করে নেয়া হচ্ছে। জেলা প্রশাসক আবু জাফর বলেন, সকল কাজ গুনগত মান করার জন্য দপ্তর গুলোকে বলা হয়েছে। এরই ফাঁকে তিনি নিজেও কাজ গুলো পরিদর্শন করবেন বলে জানান।