রাষ্ট্রীয় দায়িত্বে পাশাপাশি দুর্গম পাহাড়ে চিকিৎসা সেবা দিচ্ছে সেনা বাহিনী। এই ধারাবাহিকতায় বুধবার পার্বত্য জেলা বান্দরবানের আলীকদম উপজেলার দূর্গম এলাকা কুরুকপাতা এলাকায় মেডিকেল ক্যাম্পেইন ও ঔষধ বিতরন করেছে আলীকদম সেনা জোন। জোনের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ক্যাপ্টেন চন্দন কুমার দাশ এই মেডিকেল ক্যাম্প পরিচালিনা করেন।
মেডিকেল ক্যাম্পেইন চলাকালে ১৫০জন দুস্থ, অসহায় ও গরীবকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয় এবং তাৎক্ষণিকভাবে ঔষধ প্রদান করা হয়। বিনামূল্যে চিকিৎসা সেবা পাওয়ার পর দুর-দূরান্ত থেকে আগত লোকজন সেনাজোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আগত চিকিৎসা সেবা পাওয়া লোকজনের উদ্দেশ্যে আলীকদম সেনাজোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন চন্দন কুমার দাশ পার্বত্য চট্টগ্রাসের শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন বজায় রেখে মাদকদ্রব্য পরিহার এবং বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম থেকে নিজেদের বিরত রেখে বসবাস করার আহ্বান জানান। এসময় তিনি আরও বলেন, ভবিষ্যতে আলীকদম জোন কতৃক এ ধরনের মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরন অব্যাহত থাকবে।