নেত্রকোনার কলমাকান্দা উপজেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে “আমরা সবাই সোচ্চার বিশ্ব হবে সমতার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে।
বুধবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র্যালি বের করা হয়ে উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করেছে।
র্যালি শেষে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহেল রানার সভাপতিত্বে ও মহিলাবিষয়ক কর্মকর্তা পপি রানী তালুকদারের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল খালেক তালুকদার। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) অমিত রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম, উপজেলা মৎস্য কর্মকর্তা অনিক রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. সারোয়ার জাহান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর ভবতোষ পাল, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ফখরুল আলম খসরু, শিক্ষক কামরুন্নাহার, চন্দনা রানী তালুকদার ও প্রশিক্ষক তপন সরকার প্রমূখ।