বগুড়া মেডিকেলে নবজাতক চুরিকালে নারী আটক

বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল থেকে একদিন বয়সী নবজাতক চুরিকালে ফাতেমা তুজ জোহরা শাওনকে (২৭) আটক করেছে পুলিশ। রবিবার বেলা সাড়ে ১২ টার দিকে আটককৃত ওই নারী নবজাতককে দেখার ছলে শিশুটি চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টাকালে তাকে আটক করা হয়। বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) রেজাউল করিম রেজা জানান, আটক নারী বগুড়া শহরের চকফরিদ এলাকার বাসিন্দা মো. আলীর স্ত্রী। এ ঘটনায় আটক নারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়া। বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, শজিমেক হাসপাতালের শিশু ওয়ার্ডে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার আশরাফুলের স্ত্রী খাদিজা বেগম (৩০) ২২ সেপ্টেম্বর ভর্তি হয়। ২৬ সেপ্টেম্বর রাতে তিনি মেয়ে সন্তান প্রসব করেন। সন্তান প্রসাবের পরপরই প্রসূতি (মা) অসুস্থ থাকায় তাকে আইসিউতে নেওয়া হয়। ২৭ সেপ্টেম্বর রবিবার বেলা ১২ টার দিকে শিশু ওয়ার্ড আটক নারী নবজাতককে দেখতে যায় এবং সুযোগ পেয়ে নবজাতককে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে নবজাতকের স্বজনরা পুলিশে খবর দেয়। পুলিশ এসে ওই নারীকে আটক করে। জিজ্ঞাসাবাদ করলে ঐ নারী কোন সদুত্তর দিতে পারেন নি। শেষে তাকে আটক করে থানায় নেওয়া হয়।