‘ভাইরাস মুক্ত বিশ্বের জন্য চাই-দূষণমুক্ত নদী’ শীর্ষক প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে বগুড়ায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) বগুড়া শাখার উদ্যোগে পালিত হয়েছে বিশ্ব নদী দিবস-২০। এ উপলক্ষে রবিবার বগুড়া জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন করতোয়া নদীর তীরে বাপা জেলা শাখার নদী ও জলাশয় রক্ষা উপ-কমিটির আহ্বায়ক ফাররুখ আকবরের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কমসূচীতে উপস্থিত ছিলেন, বাপা বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক মো; জিয়াউর রহমান, যুগ্ম সম্পাদক সৈয়দ ফজলে রাব্বী ডলার, শাহান-ই জেসমিন ডরোথী, কোষাধ্যক্ষ জাকিয়া সুলতানা, সাংগঠনিক সম্পাদক এম ফজলুল হক বাবলু, প্রচার সম্পাদক ডা. মোখছেদ আলী, পরিবেশ বিষয়ক সম্পাদক এটিএম আহসান হাবীব তালুকদার রঞ্জু, সদস্য গৌতম কুমার দাস, রকিবুল হক খান, শেখ মো: আবু হাসানাত সহীদ, এ্যাড. আজাদ হোসেন তালুকদার, আব্দুর রশিদ, তারিকুল আলম ডলার প্রমুখ। মানববন্ধন কর্মসূচিতে বক্তারা দাবি জানান বগুড়ার প্রাণের স্পন্দন করতোয়া নদীকে দূষণ ও দখল মুক্ত করে স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করতে হবে।
এ জন্য অতি দ্রুত জেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের মাধ্যমে বগুড়াবাসীর কাঙ্খিত করতোয়া নদী পুনঃখনন ও সংস্কারের ব্যবস্থা নেয়ার আহ্বান জানানো হয়।