স্টাফ রিপোর্টারঃ বগুড়া শিবগঞ্জ উপজেলা সহ বিভিন্ন এলাকায় সোসা ইঁদুরের আক্রমনে আমন ধান নষ্ট হচ্ছে। শিবগঞ্জের তেঘরিয়া গ্রামের কৃষক মোজহার আলীর এক একর জমির বেশিরভাগ জমির ধান সোসা ঈদুর কেটে বিনাশ করছে।
মোজাহার আলী একান্ত সাক্ষাৎকারে আমাদেরকে জানান যে, কৃষি অফিসের কোনো কর্মকর্তা আমাদের দিকে লক্ষ্য রাখে না বরং যাদের কোনো জমি নেই কৃষি ফসল করে না তাদেরকে নিয়ে মিটিং করে তারা চলে যায় এবং ভাউচার দিয়ে কৃষি অফিস হতে সরকারীর টাকা উত্তোলন করে। বিষয়টি গুরুত্ব সহকারে কৃষি মন্ত্রণালয়ের উর্দ্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন ভুক্ত ভোগী কৃষক। মোজাহার আলী আরও জানান, তারা গরীব কৃষক বলে তাদের কাছে কোন কৃষি কর্মকর্তা আসেনা। আমি ধান উৎপন্ন করি তা থেকে যে চাল হয় সে খেয়ে আমরা জীবিকা নির্ভর করে বেঁচে থাকি এভাবে যদি ইঁদুর ফসল নষ্ট করে তাহলে সেই ধানের শীষ হবে না এবং ফসলগুলো নষ্ট হয়ে যাবে। বিষয়টি গুরুত্ব সহকারে ব্যবস্থা নেওয়ার জন্য ভুক্তভোগী কৃষক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেছেন।