বীরগঞ্জে মুক্তিযোদ্ধার প্রাচীর ভেঙ্গে গুড়িয়ে দেয়া মামলায় এজাহার নামীয় ২৪জন আসামীকে জামিনে মুক্তি দিয়েছে বিজ্ঞ আদালত।
উপজেলার মোহনপুর ইউনিয়নের মাটিয়াকুড়া গ্রামের মুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের বসতবাড়ী সংলগ্ন সরকার প্রদত্ত জমিতে নির্মিত ৭০/৮০মিটার দীর্ঘ ইটের প্রাচীর ২১ সেপ্টেম্বও সকালে মুক্তিযোদ্ধা পরিবারকে ঘরে আটকে রেখে ভেঙ্গে গুড়িয়ে দিয়ে ১লক্ষ ৭৫হাজার টাকার ক্ষতি সাধন করেছে প্রতিপক্ষ সাহবুদ্দিন ও তার সহযাগিরা।
এ ঘটনায় মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক বাদী হয়ে এজাহার নামীয় ৫জন মহিলাসহ এজাহার নামীয় ২৪জন ও অজ্ঞাত পরিচয় ২০/২৫জনের নামে থানায় মামলা দায়ের করেন। গত ২২ সেপ্টেম্বর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালত-২(বীরগঞ্জ) আসামীরা আত্মসমর্পন করে জামিনের আবেদন করেন।
বিজ্ঞ বিচারক সার্বিক বিবেচনায় প্রত্যেক আসামীকে ২,০০০/-টাকার বন্ডে একজন বিজ্ঞ আইনজীবি ও একজন স্থানীয় গন্যমান্য ব্যাক্তির জিম্মায় পুলিশ রিপোর্ট দাখিল পর্যন্ত জামিন মঞ্জুর করেন।