লালমনিরহাটের দুর্গাপুরে ব্রীজ আছে রাস্তা নাই হাজারো মানুষের দুর্ভোগ

বদিয়ার রহমান,লালমনিরহাট থেকে।


লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুরে ব্রীজ থাকলেও জনচলাচলের গ্রামীণ সড়কও ছিল, যা বন্যায় ভেঙে যাওয়ায় বছরের পর বছর পার হলেও ওই অবস্থায় ব্রীজটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে আছে। সেখানে সংযোগের রাস্তা নেই।

সংযোগ বিহীন ব্রীজটি লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার দূর্গাপুর ইউনিয়নের মান্নানের চৌপথীর পূর্ব পার্শ্বে দিঘীরপাড় নামক স্থানে। এতে ভোগান্তিতে পড়েছে দূর্গাপুর ইউনিয়নসহ আশপাশের কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষ। ব্রীজটি সংযোগ স্থাপন করেছে লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার দূর্গাপুর ইউনিয়নের মূল সংযোগ সড়কের সঙ্গে। বছরের পর বছর পার হলেও মেরামত হয়নি ব্রীজ ও সংযোগ সড়কের।

অনুসন্ধানে জানা গেছে, বন্যার পানিতে ব্রীজটির সংযোগস্থলের মাটি সরে যায়। তার পর থেকে ওই অবস্থায় পড়ে আছে। ব্রীজটির অভাবে দুই পাশের মানুষ দুর্ভোগে পড়েছে। বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসলে নেয়া হয়নি আমলে। ফলে বছরকে বছর ধরে এভাবই পড়ে রয়েছে। ভোগান্তিতে পড়েছে আশপাশের হাজার হাজার মানুষ। ব্রীজ ও সড়কটিকে নির্মাণ করা না হলে স্থানীয়রা পড়বে বিপাকে। তাই নির্মাণের জন্য কর্তৃপক্ষের নিকট দাবি জানিয়েছন।