কালিগঞ্জে নারী উন্নয়ন ফোরামের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান

শেখ আতিকুর রহমান, কালিগঞ্জ ব্যুরো : কালিগঞ্জ উপজেলা নারী উন্নয়ন ফোরামের পক্ষ থেকে উপজেলা নির্বাহী  কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেছে। ২১ সেপ্টেম্বর সোমবার সকাল ১১ টায় কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক রাসেল এর কাছে কালিগঞ্জ নারী উন্নয়ন ফোরামের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করেন কালিগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান  এবং নারী উন্নয়ন ফোরামের সভাপতি দিপালী রানী ঘোষ। এসময় কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান  আকলিমা খাতুন, ধলবাড়িয়া ইউনিয়নের ইউপি সদস্য শিখা রানী, বিষ্ণুপুর ইউনিয়নের ইউপি সদস্য পারভিন,  নলতা ইউনিয়নের ইউপি সদস্য খোদেজা খাতুন, রতনপুর   ইউনিয়নের ইউপি সদস্য নুরুন্নাহার শামীমা সহ উপজেলার ১২ টি ইউনিয়নের  সংরক্ষিত আসনের মহিলা সদস্যরা উপস্থিত ছিলেন। কালিগঞ্জ উপজেলা নারী উন্নয়ন ফোরাম শক্তিশালী  করণের লক্ষ্যে এই স্মারকলিপি প্রদান করা হয়। উপজেলা গভর্মেন্ট প্রজেক্ট কর্তৃক ২০১৩ সালে পদাধিকারবলে মহিলা ভাইস চেয়ারম্যান কে সভাপতি করে ইউপি সদস্য নারী কাউন্সিলর ও নারী জেলা পরিষদ সদস্য কর্তৃক নারী উন্নয়ন ফোরাম গঠিত হয়।  সে অনুযায়ী শিক্ষা কর্মসংস্থান সাংস্কৃতিক  সচেতনামূলক কার্যক্রমসহ বিভিন্ন খাত নিশ্চিত করে তাহা বাস্তবায়নের জন্য স্থানীয় সরকার বিভাগ কর্তৃক উপজেলার বাৎসরিক বাজেট এর ৩ শতাংশ পর্যন্ত বরাদ্দ এবং পরিষদ কর্তৃক গৃহীত প্রকল্পসমূহের ২৫% নারী সদস্যের মাধ্যমে বাস্তবায়নের লক্ষ্যে ৩১ মে ২০১৫ সালে পরিপত্র জারি হয়। কালিগঞ্জ উপজেলার নারী উন্নয়ন ফোরাম কার্যক্রম আরো গতিশীল করতে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে এই স্মারকলিপি প্রদান করা হয়।