শফিক আল কামাল (পাবনা) ॥ পাবনায় র্যাব-১২’র অভিযানে ৯০ পিচ অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য ফেনসিডিলসহ ২জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো পাবনা জেলার ঈশ্বরদী থানার আরামবাড়িয়া গ্রামের মো. মান্নান মোল্লা’র ছেলে নিউটন ভুট্টু (৩২) এবং নাটোর জেলার লালপুর থানার গৌরীপুর গ্রামের মো. ওফাজ উদ্দিন প্রামানিকের ছেলে মো. শিহাব উদ্দিন (২৫)।
র্যাব-১২’র পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানাী কমান্ডার মো. আমিনুল কবীর তরফদার জানান, গোপন সংবাদের ভিক্তিতে রবিবার (২০’সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে র্যাবের একটি বিশেষ দল পাবনা জেলার ঈশ্বরদী থানার আরামবাড়িয়া এলকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় গ্রেফতারকৃতদের নিকট থেকে ৯০ পিচ অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য ফেনসিডিল উদ্ধার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদে আরও জানা যায় তারা দীর্ঘদিন যাবৎ অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ফেনসিডিল নিজের হেফাজতে রেখে নিজ এলাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল।
আসামীদের বিরুদ্ধে পাবনা জেলার ঈশ্বরদী থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।