কালিগঞ্জে ৮ দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

কালিগঞ্জ উপজেলার গণপতি সমাজকল্যাণ মিতালী যুব সংঘের উদ্যোগে ও বিজিপি একতা যুব সংঘের আয়োজনে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেল ৪টায় গণপতি  ফুটবল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় জিল্লু কিংস বনাম সিরাজুল কিংস অংশগ্রহন করে। খেলার কোন দলই গোল করতে না পারায় শেষ পর্যায়ে টাইব্রেকারে জিল্লু কিংস ১-০ গোলে সিরাজুল কিংসকে পরাজিত করে। গণপতি সমাজকল্যাণ মিতালী যুব সংঘের সাংগঠনিক সম্পাদক রিপনুজ্জামান রিপনের সভাপতিত্বে উক্ত খেলায় চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি কালিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ। মোস্তাকিম আল সাহাবা প্রিন্সের সঞ্চালনায় অনুষ্ঠানের  বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শেখ শাহিনুর রহমান শাহিন, মথুরেশপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শেখ আলাউদ্দিন সোহেল, ধলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এম এ গফ্ফার, জাতীয় শ্রমিক লীগের মথুরেশপুর ইউনিয়ন সভাপতি মিয়ারাজ আলী, সাবেক সেনা সদস্য শেখ আব্দুল্লাহ, সাংবাদিক ইমরান আলী, সমাজসেবক আইতুল্যাহ লাভলু সহ এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ। খেলাটি পরিচালনা করেন ইছানুর রহমান। উক্ত খেলাটি দেখতে ফুটবল মাঠে বিভিন্ন প্রান্ত থেকে দর্শকদের আগমন ঘটে।