দোযখ

এনামুল হক টগর

কে তুমি অদৃশ্য ঐশ্বরিক মানব দেহের ভেতর জ্যোতির্ময় প্রশান্ত আত্মা?
মাটির কাঁচা গৃহে বাস করো তুমি ক্ষুদ্রের ভেতর অনাদি বৃহৎ মহাসত্তা?
এই ঘরের সিংহাসন রাজ্যে তুমি এক অনন্ত এক তুমি চিরন্তন মহান!
তোমার আরশ চেতনায় শাহান শাহ রাজমুকুট আদমের শস্যক্ষেত্র দৌলত ভাণ্ডার নন্দন!
হৃদয় প্রেমের সাগরে তুমি বাদশার বাদশা রাজাধীরাজ মহাত্মায় পরম বন্ধন।
প্রকৃতির কুঞ্জবিথীকা জুড়ে তোমার ভালোবাসার চাষাবাদ প্রজ্ঞা নীতি চন্দন!
তুমি দয়াময় তুমি করুণাময় তুমি কল্যাণময় তুমি সেবা শান্তির প্রগতি পথে দীপ্তমান।
তুমি কখনো কঠোর কঠিন নির্মম নিষ্ঠুর সীমালংঘনকারীদের বিরুদ্ধে শাস্তির।
তুমি কখনো ন্যায়পরায়ণ যুদ্ধে সভ্যতার স্থিতি সত্যের বার্তা বহনকারী।
তুমি বেহেস্ত দোযখের নির্মাতা বিপুল জ্ঞানে নিপুণ কারুকার্যে দক্ষ সৃষ্টি কর্তা কারিগর!
তোমার ইচ্ছার পরীক্ষায় যদি আমি দোযখ আগুনে পুড়ি লেলিহান জীবন অঙ্গার।
তোমার নির্দেশ মানা আমার দায়িত্ব কর্তব্য মহবত ভক্তির আদব সালাত প্রেমময়।
মহান স্রষ্টার ইচ্ছেতে আমাকে দণ্ড দাও কঠিন শাস্তি দাও শরীর বেদনাময়।
এই ভাঙা অন্তরে নবীর রহমত পূর্ণ প্রেম সুধা অনন্ত শান্তির প্রদীপ জ্বলে অনির্বাণ।
দণ্ডের দহনে পাপকে পরিশুদ্ধ করো রবের সন্তোষ্টচিত্তের দাস নৈকট্যে সুশান্ত জীবন!
আমি দোযখ থেকে সর্বক্ষণ তোমাকে অন্বেষণ করি স্মরণ করি মগ্ন থাকি অবিচ্ছেদ্য ধ্যান।
আমি গভীর মনোযোগ হৃদয়ে একগ্রচিত্তে তোমার সাথে যোগাযোগ চেষ্টা স্মরণ।
জাহান্নাম জানে তোমার পরিশুদ্ধ দাসের অন্তরে নবীর প্রেম রহমত ভক্তি জ্ঞান।
হেদায়েতের পরিপূর্ণ নূর মহাশান্তির পথে স্বচ্ছ ভালোবাসা জ্যোতির্ময় মাশুক চেতনা।
দোযখ ও নরকাগ্নি কখনো সন্তোষভাজন দাসকে স্পর্শ করে না স্রষ্টার প্রেম নিশ্চয়!
কঠিন জাহান্নাম শান্ত হয়ে যায় আগুন পানি হয়ে যায় নবীর প্রেম আদব শীতল ঠাণ্ডায়।
নবীর এক ফোটা রহমত ঝরে দোযখ পুষ্প বাগিচায় পরিণত হয় হৃদয়ে শান্তি উদয়!
স্রষ্টার চৈতন্যে আশেকের শরীরে ভালোবাসা জেগে ওঠে জগতে মানব আত্মা অক্ষয়।

১৩/০৩/২০২৫