বিশেষ প্রতিনিধি ঃ মৌলভীবাজারে আন্তর্জাতিক সংস্থা সেভ দ্য চিলড্রেন এর “পুষ্টির উপর সম্যক ধারণা ও পুষ্টি উন্নয়ণ” শীর্ষক ওরিয়েন্টেশন সেমিনার ছিল আইওয়াস মাত্র। নামেই পুষ্টি, কিন্তু বাস্তবে মাঠ পর্যায়ে নেই তাদের কোন কার্যক্রম। মৌলভীবাজারে প্রতিবছরের ন্যায় তাদের হরিলুটকৃত টাকা হালাল করার জন্যই পছন্দের তালিকার গোটাকয়েক সাংবাদিকদের নিয়ে আজ বৃহস্পিতবার ১০ সেপ্টেম্বর সকালে শহরের একটি বিলাসবহুল হোটেলের কনফারেন্স রুমে “পুষ্টির উপর সম্যক ধারণা ও পুষ্টি উন্নয়ণ” শীর্ষক ওরিয়েন্টেশন সেমিনার অনুষ্ঠিত হয়। এ ব্যাপারে জানতে চাইলে জেলার একাধিক সিনিয়র সাংবাদিক ও সাংবাদিক নেতৃবৃন্দরা বলেন- “পুষ্টির উপর সম্যক ধারণা ও পুষ্টি উন্নয়ণ” শীর্ষক ওরিয়েন্টেশন সেমিনারের বিষয়ে কিছুই জানেন না। যারা এ সেমিনারের আয়োজক তাদের সারা বছরের অনিয়ম ও দুর্ণীতির হিসাব-নিকাশ প্রকৃত সাংবাদিকদের কাছে যেন না আসে, সেই জন্যই এসব ঘরোয়া আয়োজন। জেলার বহুল প্রচারিত দৈনিক, জাতীয় দৈনিক পত্রিকা ও মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকরা সেমিনারের দাওয়াত পায়নি। বাস্তবে মাঠ পর্যায়ে তাদের কোন কার্যক্রম আমাদের নজরে আসেনি।