বড়াইগ্রামে গরুবাহী নসিমন ও ভুটভুটির সংঘর্ষে একজন নিহত

নাটোর প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে নছিমন ও ভুটভুটির মুখোমুখি সংঘর্ষে রুবেল হোসেন (২৫) নামে একজন নিহত ও শাকুর আলী (২৭) নামে একজন আহত হয়েছেন। বুধবার উপজেলার চন্ডিপুর মোল্লাপাড়া মসজিদ সংলগ্ন এলাকায় বনপাড়া-লালপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুবেল জেলার লালপুর উপজেলার হাগড়াগাড়ী গ্রামের আবু বকর সিদ্দিকের ছেলে এবং শাকুর আলী একই এলাকার মৃত মানিক হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, লালপুরের ওয়ালিয়া থেকে বনপাড়া অভিমুখী মেঘনা গ্রুপের ডিলারশীপের পণ্যবাহী ভুটভুটি ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা গরু বোঝাই নসিমনের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মেঘনা গ্রুপের বিক্রয় প্রতিনিধি রুবেল হোসেন ও শাকুর আলী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে এবং পরে নাটোর সদর হাসপাতালে নেয়ার পথে রুবেলের মৃত্যু হয়।
এ বিষয়ে বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়ি দুটি জব্দ করেছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।