শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়নের গুপিয়াখালী গ্রামের মোঃ শামিম আক্তারের বাড়ী জোর পূর্বক দখলের চেষ্টা ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলার আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ কাউকেও গ্রেফতার করে নি । মামলার ২ নং আসামী বসির উক্ত ইউনিয়নের যুবলীগের সভাপতি হওয়ায় সরকারী দলের দাপট দেখিয়ে উল্টো বাদীকে হুমকি দিয়ে যাচ্ছে আসামীরা । এ অবস্থধায় বাদী ও তার পরিবরের সদস্যরা নিরাপত্তহীনতায় ভূগছে । আজ মঙ্গলবার মামলার বাদী জানান আসামীদের সহিত জমিজমা সংক্রান্ত বিরোধ থাকায় গত ২১ মার্চ ২০২০ খ্রিঃ সকাল ৭ ঘটিকার সময় পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিত ভাবে ১ নং আসামী মোঃ আব্দুল রশিদ ও ২নং আসামী কৈজুরী ইউনিয়নের যুবলীগের সভাপতি মোঃ বসিরের নেতৃত্বে ১৫/১৬ জন বে আইনী জনতাবদ্ধে হাতে লোহার রড, শাবল, হাতুড়ী,ফালা, হাসুয়া, রামদাসহ মারাত্বক অস্ত্রে সস্ত্রে সজ্জিত হইয়া বাদীর বসত বাড়ীর টিনের বেড়া ও ঘরের ভিতরের আসববাপত্র ভাংগচুর করে এবং বাদীর মুরগীর খামারের প্রায় ২৩ শতাধিক মুরগী লুট করে নিয়ে যায় । ঘর বাড়ী ভাংগচুর করার সময় এবং মুরগী খামার প্রায় ২৩ শতাধিক মুরগী লুট করার সময় বাদির বড় ভাই মোঃ মনিরুজ্জামান ও ভগ্নিপতি ইদ্রিস আলী আসামীদের বাধা নিষেধ করিলে আসামীগণ তাদেরকে এলোপাতারি মারপিট করে । এ ঘটনায় বাদী শাহজাদপুর থানায় মামলা দায়ের করে এবং বর্তমানে তা শাহাজদপুর কোর্টে বিচারাধিীন অবস্থায় আছে । আসামীরা বাদীকে মামলা তুলে নিতে বলছে । মামলা না তুললে বাদীক প্রানে মেরে ফেলার হুমকি দিচ্ছে ।