বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাদের বলেছেন, মাদক ও বাল্য বিবাহ প্রতিরোধে ইউনিয়ন পরিষদের ভুমিকা খুবই গুরুত্বপূর্ণ। তিনি আরো বলেন, জনপ্রতিনিধি ও গ্রাম পুলিশেদের হাতের নাগালে এবং আসে পাশেই এই দুইটি অপরাধ সংঘটিত হয়। তারা ইচ্ছে করলেই এমনিতেই অপরাধ বন্ধ হয়ে যাবে।
৭ সেপ্টেম্বর ইউপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসার এসব কথা বলেন। এসময় ভোগনগর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ বদিউজ্জামান পান্না ও মোহম্মদপুর ইউপি চেয়ারম্যান গোপল চন্দ্র দেব শর্ম্মা, সচিব, সহকারী সচিব, ওয়ার্ডের সাধারন সদস্য, সংরক্ষিত মহিলা সদস্য ও গ্রাম পুলিশ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাদের মাদক ও বাল্য বিবাহ প্রতিরোধে সম্মিলিত সকলের সহযোগিতা কামনা করেন।