চাটমোহরে প্রতিবেশীদের মারপিটে ৪ জন আহত লক্ষাধিক টাকার মালামাল লুট-আদালতে মামলা

পূর্ব শত্রæতার জের ধরে পাবনার চাটমোহরের বিলচলন ইউনিয়নের চরসেনগ্রামে (জোলার কাদি) প্রতিবেশীদের মারপিটে এক মহিলা সহ ৪ ব্যক্তি আহত হয়েছেন। আহতরা হলেন চরসেনগ্রামের মৃত ময়েজ প্রাং এর ছেলে মকবুল প্রাং (৭৫), মকবুল প্রাং এর দুই ছেলে মজনুর রহমান (৫২) ও আব্দুল মতিন (৪৮) এবং আব্দুল মতিনের স্ত্রী জুলেখা খাতুন (৪০)। গুরতর আহত অবস্থায় স্বজনরা তাদের উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। গত ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে এ মারপিটের ঘটনা ঘটে। এ ব্যাপারে মজনুর রহমান বাদী হয়ে জেলা পাবনার বিজ্ঞ সিনিঃ জুডি ঃ ম্যাজিঃ আমলী ৪ নং আদালতে গত ৬ সেপ্টেম্বর মামলা করেেেছ।
মামলা সূত্রে জানা গেছে, পূর্ব শত্রæতার জের ধরে গত বৃহস্পতিবার দুপুরে আকস্মিক ভাবে বিলচলন ইউনিয়নের নটাবাড়িয়া গ্রামের মৃত আয়েশ উল্লা মোল্লার ছেলে আলতাফ হোসেন, আলতাফ হোসেনের ছেলে নাজদুল মোল্লা, রতন মোল্লা, আলতাফের মেয়ে আতিকা, স্ত্রী নাজমা বেগম, জাবেদ মিস্ত্রীর ছেলে ময়েন ও নাজমুল মোল্লার স্ত্রী শামসুন্নাহার জোটবদ্ধ হইয়া লাঠি লোহার রড টাঙ্গি ছোড়াসহ মারাত্মক অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে বাদীর বাড়ির উপর গিয়ে মকবুল প্রাং, মজনুর রহমান, আব্দুল মতিন ও জুলেখা খাতুনকে বেধরক মারপিট করে। এসময় ধারালো অস্ত্রের আঘাতে মজনুর রহমানের কপাল, আব্দুল মতিনের চোখ মুখ এবং মকবুল প্রাং এর বাহুতে কেটে যায়। আব্দুল মতিনের একটি চোখ মারাত্মক ভাবে রক্তাক্ত জখম হয়। জুলেখা খাতুনকে চুল ধরে টানা হেচড়া করা হয়। এসময় সোনার গলার চেইন, কানের দুল, নগদ টাকাসহ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নেয় আলতাফ গং।