গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
ব্যানার, বিলবোর্ড, পোষ্টারে ছেঁয়ে ছিলো নাটোরের গুরুদাসপুর পৌরসভাসহ উপজেলার বিভিন্ন স্থান। বাদ যায়নি উপজেলা পরিষদ চত্বর ও থানার ফটক পর্যন্ত। এতে শ্রীহীন হয়ে পড়েছিলো উপজেলার সৌন্দর্য্য। সেই সৌন্দর্য্য রক্ষায় উচ্ছেদ ও অপসারণ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (১২ মার্চ) গুরুদাসপুর থানা পুলিশের সহযোগিতায় পৌরসভার প্রধান ফটকে টাঙ্গানো বিলবোর্ড খুলে ফেলা হয়। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ফটক, জীবন্ত গাছ, গুরুত্বপূর্ণ সড়কের মোড় ও জনবহুল স্থানে রাজনৈতিক নেতাদের শুভেচ্ছা জানানো সহ ভর্তি বিজ্ঞপ্তি, কোচিং সেন্টার, বেসরকারী চিকিৎসা সেবা কেন্দ্র, প্রচারণামূলক নানা ব্যানার ও বিলবোর্ড টাঙ্গানো ছিল। যত্রতত্র এসব ব্যানার ও বিলবোর্ডের কারণে নষ্ট হওয়া সৌন্দর্য্য ফেরাতে প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানান স্থানীয় সচেতন মহল।
তবে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ বলেন, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সৌন্দর্য্য বর্ধনের জন্য অবৈধ বিলবোর্ড ও ব্যানার অপসারণ অভিযান শুরু হয়েছে। বিলবোর্ড-ব্যানার সাটানোর জন্য অনুমোদন নেয়ার বিধান থাকলেও কেউ তা মানেন না। ধারাবাহিকভাবে উপজেলাজুড়ে এ কার্যক্রম অব্যাহত থাকবে।#
