এনামুল হক টগর
এই পৃথিবীতে অসম্যের নীতি জীবন ও মানবতাকে করে বিপন্ন অসহায়,
হিংস্র ও ক্রোধের আগুনে এই বিশ্ব জ্বলে পোড়ে দাউ দাউদ ক্ষুধায়।
ধর্মের গভীরে ও জ্ঞানের উঁচুস্তরে মানুষের মানবিক আধিকার সমান!
সাম্যনীতি নিজে খাওয়ার আগে প্রতিবেশী ও স্বজনের খাওয়ার খবর নেওয়া ইমান।
মহা-মানবগণই ন্যায়পরায়ন ও শরীয়া আইনের জীবন নীতি প্রণেতা!
যা মহান স্রষ্টার নির্দেশ আদেশ ও সভ্যতার বাস্তব জ্ঞান প্রীতি।
সমাজের গহীনে গহীনে সেবা কল্যাণ ও মানবতাই মহ-জীবন,
জুলুম ও উগ্রতা উস্কে দেয় কুৎসিত চিন্তা-ভাবনা আর কুসংস্কার ছলনা।
যার অকল্যাণ দেশ ও জাতি ব্যথিত হয় নিষ্ঠুর নির্মম।
শ্রেণির ভেদাভেদে মানুষ হয় অধিক নোংরা আর আবর্জনাময় ক্রমে-
আধুনিক সংস্কার চেতনায় এসো মানবতার প্রেম দেই
যার নতুন আলো হবে বিজ্ঞানময় ও বিজ্ঞতায় সচেতন আর্দশ অথই।
তারপর এই বিশ্ব-মানব জাতি গড়ে উঠবে প্রজ্ঞাময় ও সভ্যতার আগামী সাম্যনীতি ঠাই।
০৬/০৯/২০২০