শুকনো রুটি


এনামুল হক টগর

আজ গভীর রাতে স্বপ্নের ভেতর দেখলাম,
এক অপূর্ব ভালোবাসার ছোঁয়ায় মহৎ প্রেম!
যার নিপুণ কারুকার্যে রঙিন ফুলগুলো সৌন্দর্যময়
আর আশায় স্বপ্নগুলো ফুটে উঠছে বৈচিত্র্যময় উদয়!
অলৌকিক আর ঐশ্বরিক জ্ঞানের মধূময় চৈতন্যে বিস্ময়।
স্বপ্নের ভেতর আরও দেখলাম একটি সুন্দর তৃপ্তিদায়ক রুটি অলৌকিক!
গরিব ও অভূক্তদের ভালোবেসে ডাকছে ন্যায়-পরায়ণ সাহসী বিবেক!
দরিদ্র ও অনাহারীরা তাঁর কাছে যেতে না যেতেই
রঙিন পাঁপড়ির গালিচা ভেদ করে অসংখ্য পুঁজাবাদ ও অসৎ দানব সবাই,
আর থাকা সাথে কঠিন মুখোশধারী বিত্তবানরা জেগে উঠলো ভয়ঙ্কর!
তারা অসহায় গরীবের শরীরে আঘাত করতে লাগলো রক্তাক্ত জীবন।
আর সুন্দর রুটিটি কেড়ে নিতে চাইলো নিষ্ঠুর ও নির্মম ঘাতক জীর্ণ।
এখন সময় এই বিভৎস অন্যায়ের বিরুদ্ধে ক্রমশ রুখে দাঁড়াবার,
ইস্পাত কঠিন আইনের তরবারি হাতে ন্যায়পরায়ণ আনো মানবতার অধিকার।
দাউ দাউ করে জ্বলিয়ে ও পুড়িয়ে দাও অপরাধীদর আস্থানা সবার।
তারপর ক্রমেই অনাবাদি জমিতে ফসল ফলাও মূল্যবান রত্ন সম্পদ ধন।
তা থেকে আমরা নতুন নতুন বীজ পুঁতে দেবো আর্দশ সভ্যতার আগামী নবান্ন।
আমাদের এই বাস্তবতার সংগ্রামই হবে জাতির উন্নত সম্মান ও গৌরব,
অর্থপূর্ণ আাশা ও বাসনার স্বপ্নগুলো নির্মাণ হবে বাস্তব।
আমাদের শ্রম বেঁচে থাকবে আর ইতিহাসে কর্ম হবে সফল চেতনা।
কালো পুঁজিবাদ ও অসৎ বিত্তবান ঘাতকরা হবে ঘৃণিত ও নিকৃষ্ট বিপন্ন।
ওরা আলো আর আঁধারে মিশে আবার নতুন ও পুরাতন,
ষঢ়যন্ত্র করবে ছলনা ও ভণ্ড লেবাসধারীর প্রতারক রূপে
হঠাৎ আমার স্বপ্ন ভেঙে গেলো আর জেগে দেখলাম ভিন্ন রূপ ও অপরূপ।
শুকনো রুটিটি হয়েছে পরিত্যাক্ত পশু খাদ্যে রূপান্তর।
পেছনে অধিকার বঞ্চিত গরিবরা চেয়ে আছে আশায় আশায়বিভোর।
কঠিন ধূলোমাখা রাস্তার গন্তোব্যহীন ও ব্যর্থ ঠিকানার দ্বারে দ্বারে জীবনের অধিকার।