যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ৬০ লাখের বেশি করোনা রোগী শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টির পক্ষ থেকে বলা হয়, গত এক মাসের কম সময়ে যুক্তরাষ্ট্রে ১০ লাখের মতো করোনা রোগী শনাক্ত করা হয়েছে। দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ১ লাখ ৮৩ হাজারের বেশি মানুষ মারা গেছেন।
বিশ্ববিদ্যালয়টির পক্ষ থেকে আরো জানানো হয় যে, বিশ্বজুড়ে করোনা রোগী শনাক্তের সংখ্যা আড়াই কোটি ছাড়িয়েছে। প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়ে বিশ্বে এ পর্যন্ত মারা গেছেন ৮ লাখ ৪৬ হাজারের বেশি মানুষ। বলা হচ্ছে, প্রকৃত করোনা রোগীর সংখ্যা আরো বেশি কারণ যাদের মধ্যে উপসর্গ নেই তাদেরকে পরীক্ষা করানো হচ্ছে না।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, করোনা প্রতিরোধে বর্তমানে বিশ্বে ৩৩টি ভ্যাকসিনের ট্রায়াল চলছে।