পাকিস্তানের কূটনীতিককে ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

তুর্কেমেনিস্তানে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত কেকে ওয়াগানকে যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা দেওয়া হয়েছে। কেকে ওয়াগান ব্যক্তিগত সফরে লস অ্যাঞ্জেলসে গিয়েছিলেন। কিন্তু বৈধ ভিসা ও অন্যান্য কাগজপত্র থাকা সত্ত্বেও তাকে আটকান ইমিগ্রেশনের কর্মকর্তারা।

পাকিস্তানি সংবাদমাধ্যম ‘দ্য নিউজ’ মঙ্গলবার (১১ মার্চ) জানিয়েছে, ইমিগ্রেশনে কেকে ওয়াগানের বিরুদ্ধে ‘বিতর্কিত ভিসা রেফারেন্সের’ অভিযোগে তোলা হয়। এছাড়া তারা তার কূটনৈতিক প্রটোকল নিয়েও প্রশ্ন তোলেন। তবে ঠিক কোন বিষয়টি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে সেটি স্পষ্ট নয়।

‘বিতর্কিত ভিসা রেফারেন্সের’ অভিযোগ তোলার পর লস অ্যাঞ্জেলস বিমানবন্দরের ইমিগ্রেশন কর্মকর্তারা তখনই তাকে যেখান থেকে এসেছেন সেখানে ফিরে যাওয়ার নির্দেশ দেন।

এ ব্যাপারে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। দ্য নিউজ জানিয়েছে, এ ঘটনার বিবরণ দিতে কেকে ওয়াগানকে ইসলামাবাদে ডাকা হতে পারে।

অপর পাক সংবাদমাধ্যম জিও টিভি জানিয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত হতে পেরেছে কেকে ওয়াগান লস অ্যাঞ্জেলসে ব্যক্তিগত সফরে গিয়েছিলেন এবং এ বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা হচ্ছে।

শোনা যাচ্ছে, আগামী কয়েকদিনের মধ্যে যুক্তরাষ্ট্রে পাকিস্তানি ও আফগানদের প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়া হবে। এর ঠিক আগ মুহূর্তে পাকিস্তানি কূটনীতিকের সঙ্গে ঘটল এমন ঘটনা। যা ইসলামাবাদের জন্য একটি বিব্রতকর বিষয়। কেকে ওয়াগান নামে যে কূটনীতিককে ফেরত পাঠানো হয়েছে তিনি বেশ অভিজ্ঞতাসম্পন্ন। তিনি বিশ্বের বিভিন্ন দেশে পাকিস্তানের দূত হিসেবে কাজ করেছেন।