দীর্ঘদিনের দাবি কামারচাক ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র হবে ৩০শয্যার হাসপাতাল

রাজনগর উপজেলা চেয়ারম্যান মোঃ শাহজাহান খানের আবেদনের প্রেক্ষিতে, অলিলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জিল্লুর রহমানের প্রচেষ্টায় মৌলভীবাজার জেলাধীন রাজনগর উপজেলার ৭নং কামারচাক ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রটিকে ৩০ শয্যা বিশিষ্ট হাসপাতালে রুপান্তরিত করার লক্ষ্যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের নির্দেশে, ৭নং কামারচাক ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র ভিজিট করতে আসেন মৌলভীবাজার সিভিল সার্জন ডা: তৌহিদ আহমদ। এ সময় উপস্থিত ছিলেন- রাজনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বর্নালী দাশ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা জাতীয় শ্রমিকলীগের সহ-সভাপতি মোঃ কায়েস আহমদ, কামারচাক ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড সদস্য, মোঃ জিয়াউর রহমান জিয়া, রাজনগর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল সাম্মুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এই ইউনিয়নে মানুষের দীর্ঘদিনের দাবি ছিল স্বাস্থ্য কমপ্লেক্সকে ত্রিশ শয্যা বিশিষ্ট হাসপাতালে রূপান্তরিত করা। কামারচাক ইউনিয়ন বাসীর দীর্ঘ দিনের দাবি পূরণ হচ্ছে শুনে, ইউনিয়নের সর্বস্তরের মানুষ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, মাননীয় স্বাস্থ্যমন্ত্রী ও মৌলভীবাজার – রাজনগর ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ,রাজনগর উপজেলা চেয়ারম্যান মোঃ শাহজাহান খান ও অলিলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জিল্লুর রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং ইউনিয়নবাসী আশাবাদী খুব শীর্ঘই এই দাবী বাস্তবায়ন হবে।