সর্বোচ্চ ম্যান অফ দ্য সিরিজ পুরস্কার জেতা ক্রিকেটারদের তালিকায় ভারতের কিংবদন্তী ব্যাটসম্যান শচিন টেন্ডুলকারের পরেই বাংলাদেশ ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের অবস্থান। সাকিবের পর এই তালিকায় আছেন ভারতের বর্তমান অধিনায়ক বিরাট কোহলি।
আন্তর্জাতিক সিরিজে ৯.৩ গড়ে ১৩ বার ম্যান অফ দ্য সিরিজ নির্বাচিত হয়েছেন সাকিব। যেখানে ৯.৬ গড়ে ১৯ বার ম্যান অফ দ্য সিরিজ হয়ে তালিকার সেরা ভারতের মাস্টার ব্লাস্টার শচিন টেন্ডুলকার। আর ৭.৬ গড়ে ১৬ বার ম্যান অফ দ্য সিরিজ নির্বাচিত হয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন বিরাট কোহলি।
জুয়াড়ির প্রস্তাব গোপন করায় গত বছরের ২৯ অক্টোবর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কর্তৃক দুই বছরের জন্য (এক বছরের স্থগিতাদেশ) নিষিদ্ধ হন সাকিব। সেই নিষেধাজ্ঞা না পেলে হয়তো ছাড়িয়ে যাতে পারতেন এতোদিনে শচীনকেও।
চলতি অক্টোবরের শেষে নিষেধাজ্ঞা কাটিয়ে আবারো আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সম্ভাবনা রয়েছে সাকিবের। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে ক্রিকেটে প্রত্যাবর্তনের জন্য সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকেই অনুশীলন শুরু করতে যাচ্ছেন বাংলাদেশের ক্রিকেটের এই পোস্টারবয়। বাংলাদেশের আসন্ন শ্রীলংকা সফরের দ্বিতীয় টেস্টটির মাধ্যমে প্রত্যাবর্তন ঘটতে পারে তাঁর।