চাটমোহরে বিদ্রোহী কবি নজরুল ইসলামের প্রয়াণ দিবস পালন

পাবনার চাটমোহরে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ৪৬তম প্রয়াণ দিবস পালন করেছে চাটমোহর সাংস্কৃতিক একাডেমী। বৃহস্পতিবার রাতে একাডেমীর দোলবেদীতলার কার্যালয়ে এ উপলক্ষ্যে কবির স্মৃতি স্মরণ করে এক মিনিট নিরবতা পালন করা হয়। এর পর সংক্ষিপ্ত আলোচনাসভা ও নজরুল সঙ্গীতের আসর অনুষ্ঠিত হয়।
চড়–ইকোল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপসরঞ্জন তলাপাত্র কবির জীবন সংগ্রাম বিষয়ে বিষদ আলোচনা করেন। এসময় বিশিষ্ট সঙ্গীত শিল্পী ওস্তাদ আলী আহম্মেদ, রথীন্দ্রনাথ কুন্ডু, সিদ্দিক মিলন, ইজাজুর রহমান, হাসান মাহমুদ মামুন প্রমুখ নজরুলের বিভিন্ন আঙ্গিকের সঙ্গীত পরিবেশন করেন। তবলায় সহযোগিতা করেন মাহবুব হাসান লিটু, অসিত কুন্ডু (ধলা), গিটারে সঙ্গত করেন সৈকত ও সাকিব। মন্দিরায় মনির হোসেন ও জিপসীতে রথীন্দ্র নাথ সঙ্গত দেন। এসময় এলাকার নজরুল ভক্তরা উপস্থিত ছিলেন।