বগুড়ায় করোনায় নতুন আক্রান্ত ৬১, মৃত্যু ১ জন

বগুড়ায় ২০৭ জনের নমুনা পরীক্ষা করে ৬১ জনের দেহে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে বগুড়ায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬ হাজার ৪৫২ জনে। আর নতুন করে একজনের মৃত্যু নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা সরকারিভাবে দাঁড়লো এখন ১৫০ জনে। বৃহস্পতিবার বগুড়া সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ ফারজানুল ইসলাম জানান, উপজেলা ভিত্তিক সদর উপজেলার ৫৭ জন। অন্যান্য উপজেলার মধ্যে- সারিয়াকান্দি ২, কাহালু ও শিবগঞ্জ ১জন করে নতুন করোনায় আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে পুরুষ ৪৪ জন, নারী ১৪ জন ও শিশু ৩জন রয়েছে। এদের মধ্যে শিশু-৩ জন, ১৮-৪০ বছরের মধ্যে ৩১জন, ৪১-৫০ বছরের মধ্যে ১৫জন, ৫১-৭০ বছরের মধ্যে ১১জন এবং ৭০ বছরের উপরে ১ জন। শজিমেকের ১৯১ নমুনা পরীক্ষার ফলাফলে ৫৬ জন পজিটিভ এবং টিএমএসএস এ ১৬ নমুনা পরীক্ষার ফলাফলে ৫জন পজিটিভ। এ নিয়ে বগুড়ায় মোট আক্রান্ত ৬ হাজার ৪৫২ জন। নতুন করে সুস্থ হয়েছে ৪৭ জন। আর মোট সুস্থ হয়েছে ৫ হাজার ৩৯১ জন। নতুন করে মারা গেছে ১ জন। এ নিয়ে জেলায় এ পর্যন্ত মোট মারা গেছেন ১৫০ জন।