বগুড়া আ. হক কলেজের অধ্যক্ষসহ নতুন আক্রান্ত ৫৬, মৃত্যু ১

বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহজাহান আলীসহ আরও ৫৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এনিয়ে জেলায় মোট ৬ হাজার ৩৪৬ জন করোনায় আক্রান্ত হলেন। আক্রান্ত ৫৬ জনের মধ্যে পুরুষ ৩৪ জন, ১৮ জন নারী এবং বাদবাকি ৪ জন শিশু রয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় বগুড়া সিভিল সার্জন দপ্তরের মেডিকেল অফিসার ডা. ফারজানুল ইসলাম ভিডিও বার্তার মাধ্যমে জানান, নতুন আক্রান্তদের মধ্যে সদরে ৩৪ জন, শেরপুর ৮জন, শাজাহানপুর ৭ জন, দুপচাঁচিয়া ৫ জন এবং শিবগঞ্জ ২ জন রয়েছেন। তিনি জানান, ২৪ আগস্ট জেলার দু’টি পিসিআর ল্যাবে পরীক্ষা করা ৩০৬টি নমুনার ফলাফলে ৫৬ জন করোনায় আক্রান্ত হন। এদিকে নতুন করে আরও ৯৬ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে জেলায় ৫হাজার ২৪০ জন সুস্থ হয়েছেন। তবে ২৪ ঘন্টায় নতুন করে আরও এক জনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা ১৪৮ জনে দাঁড়িয়েছে। মারা যাওয়া ব্যক্তি বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার বেলাল হোসেন (৬৫)। তিনি পেশায় একজন কৃষক। সোমবার রাতে বগুড়ার টিএমএসএস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।