তাড়াশে গ্রাম আদালতের বিচারিক প্রক্রিয়ায় নারীর অংশ গ্রহণের গুরুত্ব শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

সোহেল রানা সোহাগ: গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর ন্যায়বিচার প্রাপ্তিতে সিরাজগঞ্জের তাড়াশে গ্রাম আদালতের বিচারিক প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণের গুরুত্ব শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে ও ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ( ইএম ডিও) সহযোগী সংস্থার সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বহী কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) ওবায়দুল্লাহ এর সভাপতিত্বে এ কর্মশালায় উপস্থিত ছিলেন, গ্রাম আদালতের সিরাজগঞ্জ জেলা সমন্বয়ক সমন্বয়কারী নিজামুল হক, জেলা কো-অর্ডিনেটর মাসুদ রানা,বারুহাস ইউপি চেয়ারম্যান মোক্তার হোসেন মুক্ত,তালম ইউপি চেয়ারম্যান আব্বাসউজ্জাম, মাগুরা ইউপি চেয়ারম্যান এম আতিকুল ইসলাম বুলবুল,মাধাইনগর ইউপি চেয়ারম্যান আবু হাসান মির্জা,সগুনা ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল বাকী সহ উপজেলার ৮ টি ইউনিয়ন পরিষদের নির্বাচিত মহিলা সদস্য (সংরক্ষিত) সহ অনেক উপস্থিত ছিলেন।