জীবন জয়ের স্বপ্ন
কালের হাওয়ায়
পৃথিবীর বুকে সব কিছুতেই যেন,
বদলে যাবার রীতি।
কেউ মনে রাখে না কাউকে,
মরা নদীকে কখনো মনে, রাখেনা
কোনো জোয়ারের ইলিশ।
প্রতিনিয়ত: আমাদের চারপাশ থেকেবিলীন হয়ে যাচ্ছে-নদী ,জোৎস্না, ফুল, পাখিঅরন্য।
দ্বন্দ্ব ,সংঘাত ,রক্তের হোলি খেলায় মও,
এই পৃথিবীতে, আমরা চাই শান্তির বৃষ্টি।
যত অশান্তি, অশুভ গ্লানি, বৃষ্টির জলে ধুয়ে মুছে যাক।অবারিত ফসলের প্রান্তর সবুজে সবুজে ভরে উঠুক। পলি পরে
ফসলের মাঠ ফিরে পাক,
পূর্ণ উর্বরতা।
জলে জলে ভেসে যাক সুখ-দুঃখ গোপন সন্তাপ
বহমান বেদনায় বর্ষা আসে
বাদলের বেলি, কদম, কেয়া আজও
সুবাস ছড়ায় যেন, আজ ও শুনি পাখির গান, শিশুর নিষ্পাপ কান্না
নদীর কুল কুল ধবনি, বাঁশির সুমধুর সুর।অতীতে ফিরে যেতে চাই, গাঁয়ের কোনো হালটে
ফেলে আসা দিন, ভালোবাসার ঋণের কাছে।
মন ইচ্ছা
ইচ্ছে আমার যথা তথা
মন বুঝেনা মনের কথা।
মনের মাঝে দুঃখ গাথাঁ।
মন কখন ও অধীন নয়,
কারো কথার দাস ও নয়
চলছে।স্বাধীন
কখন ও বা ইচ্ছে ঘুড়ি।
লাগামহীন চলা ফেরা,
অবাধ ভাবে নীল আকাশে।
ভালোবাসার শেকল দিয়ে ও
যায়না তাকে বেঁধে রাখা,
আমাকে সে ফাঁকি দিয়ে এদিক ওদিক চলছে স্বাধীন
মনের সাথে বিবেকের চলে
দ্বন্ধ অহ্ র্ণিশ