নির্মলেন্দু সরকার বাবুল, দুর্গাপুর,নেত্রকোনা
নেত্রকোনার দুর্গাপুরের বহেরাতলীতে শনিবার বিকেলে উদ্বোধন হলো পথ পাঠাগারের তৃতীয় শাখা। টংক আন্দোলনের সংগ্রামী নারী কুমুদিনী হাজং এই শাখা উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন এই পাঠাগারের প্রতিষ্ঠাতা নাজমুল হুদা সারোয়ার,মামুন রণবীর,মাসুদ রানা,সাংবাদিক রাজেশ গৌড়,শফিকুল আলম সজীব,মোবারক হোসেন মিলন,লিপি হাজং সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী অনুষ্ঠানে কুমুদিনী হাজং পথ পাঠাগারের সাফল্য কামনা করেন। এসময় নাজমুল হুদা সারোয়ার বলেন,টংক আন্দোলনের সংগ্রামী নারী কুমুদিনী হাজংয়ের হাত ধরে এই শাখা যাত্রা শুরু করলো। এমন এক বিপ্লবী নারীর সান্নিধ্য পেয়ে আমরা আপ্লুত ,গর্বিত। বই হোক মানুষের নিত্যসঙ্গী। আমরা দুর্গাপুর থেকে ছড়িয়ে যাবো সারাদেশে।
প্রসঙ্গত,টংক আন্দোলনকালে নারী নির্যাতনবিরোধী প্রতিবাদের বিমূর্ত প্রতীক কুমুদিনী হাজং। বহেরাতলীর সবুজ গ্রামে নিভৃতেই জীবনের শেষবেলা অতিক্রম করছেন এই নারী। বয়সের ভাড়ে নুয়ে পড়লেও এখনো তার ছলছল চোখ খুঁজে ফেরে নারী মুক্তির পথ। গত বছর তিনি বাংলা একাডেমির সম্মানসূচক ফেলোশিপ প্রাপ্ত হন। এর আগে বিভিন্ন প্রতিষ্ঠান তাকে নানা সম্মাননা প্রদান করে।