দুর্গাপুরের বর্ষীয়ান রাজনীতিবিদ শ্রী দূর্গা প্রসাদ তেওয়ারী ৯০ বছরে পা রাখলেন

নেত্রকোনার দুর্গাপুরের বর্ষীয়ান রাজনীতিবিদ,ব্রিটিশ বিরোধী আন্দোলনের সংগ্রামী,কমরেড মনি সিংহের সহযোদ্ধা ,সামরিক শাসন ও স্বৈরাচার বিরোধী আন্দোলনে কারা নির্যাতিত নেতা ,গনমানুষের মুক্তির আন্দোলনের নেতা,মনি সিংহ মেলা কমিটির আহ্বায়ক সর্বজন শ্রদ্ধেয় জীবন্ত কিংবদন্তী দূর্গাপ্রসাদ তেওয়ারীর ৯০ তম জন্মদিন পালিত হলো ২০ আগষ্ট বৃহস্পতিবার । বামপন্থি নেতা কর্মীসহ দুর্গাপুর আপামর জনগনের অভিভাবক তুল্য দূর্গাপ্রসাদ তেওয়ারী । ব্রিটিশ বিরোধী সংগ্রামী টংক আন্দোলনের মহান নায়ক কমরেড মণি সিংহের সাথে যার সান্নিধ্য কেটেছে । কমরেড মণি সিংহ নাই কিন্তু বটবৃক্ষের মতো ছায়া দিয়ে পরম যতেœ সবাইকে আগলিয়ে রাখেন দূর্গাপ্রসাদ তেওয়ারী ।

এই উপলক্ষে বৃহস্পতিবার রাত ৭.৩০ মিনিটি থেকে ৯টা ৩০ মিনিট পর্যন্ত দুই ঘন্টাব্যাপী দেশবরন্য বাম রাজনৈতিক নেতৃবৃন্দ ,কবি সাহিত্যিক,সাংবাদিক ভার্চুয়াল আনুষ্ঠানের মাধ্যমে সর্বজন শ্রদ্ধেয় নেতার রাজনৈতিক,সামাজিক,কর্মকান্ডের
উপর আলোচনা করা হয় ।

আলোচনায় অংশ নেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির কেন্দ্রীয় সভাপতি পংকজ ভট্রার্চায্য,সিপিবির কেন্দ্রীয় কমিটির উপদেষ্ঠা কমরেড মঞ্জুরুল আহসান খান ,সিপিবির কেন্দ্রীয় সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ,বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক যতীন সরকার,সাবেক সংসদ সদস্য ছবি বিশ^াস, কেন্দ্রীয় সিপিবির সদস্য ডা: দিবালোক সিংহ, সিপিবির ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি কমরেড এমদাদুল হক মিল্লাত ,সাবেক উপজেলা চেয়ারম্যান মো: আব্দুল্লাহ হক , ময়মনসিংহ জেলা কমিটির যুব ইউনিয়নের সভাপতি শেখ বাহার মজুমদার ,প্রেসক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল ,
দূর্গাপ্রসাদ তেওযারীর একমাত্র মেয়ে রঞ্জনা দেবী ও বড় ছেলে অশোক তেওযারী ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি কমরেড আসলাম খান ।
ভার্চুয়াল মিটিং এ অংশগ্রহন করেন ৭৮ জন সদস্য ।