নেত্রকোনার নবাগত জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান বলেছেন, দূর্গাপুর প্রাকৃতিক সৌন্দর্য্যে ভরপুর। নৈসগ্রিক সৌন্দর্য্যের লীলাভূমি দূর্গাপুর পর্যটকদের দিন দিন আকৃষ্ট করছে। সীমান্ত এলাকায় ভ্রমণপিপাসুদের নিরাপত্তাসহ সকল রকমের সুবিধা প্রদানে প্রশাসনের পক্ষ থেকে কাজ করা হচ্ছে। গতকাল বৃহস্পতিবার নেত্রকোনার দূর্গাপুর উপজেলা পরিষদ প্রাঙ্গনে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরন শেষে উপজেলা হলরুমে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় নবাগত জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান উপরোক্ত কথাগুলো বলেছেন। দূর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার ফারজানা খানমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস তালুকদার ঝুমা। আলোচনায় অন্যানোর মধ্যে বক্তব্য দেন- উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা আলাউদ্দিন আল আজাদ, সাধারন সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, পৌর মেয়র হাজী আবদুস ছালাম, থানার অফিসার ইনচার্জ শাহ নুর-এ আলম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, সদর ইউপি চেয়ারম্যান শাহীনুর আলম সাজু, বাকলজোড়া ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান, জেলা পরিষদের সদস্য শফিকুল ইসলাম প্রমুখ।