বগুড়ায় নতুন করে ৬৫ জন করোনায় আক্রান্ত

বগুড়ায় নতুন করে আরো ৬৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আজ মঙ্গলবারের ঘোষণায় বগুড়ায় ২৩১ নমুনা পরীক্ষার ফলাফলে নতুন এই আক্রান্তের বিষয়ে ভিডিও বার্তার মাধ্যমে নিশ্চিত করেছেন জেলা স্বাস্থ্য বিভাগ। এ নিয়ে জেলায় করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫ হাজার ৮শ’ ৯৭ জনে এবং এ সময়ে জেলায় নতুন কোন মৃত্যুর ঘটনা না ঘটায় মোট মৃত্যুর সংখ্যা ১৩৩ জনে অপরিবর্তিত রয়েছে। বগুড়ার সিভিল সার্জন অফিসের ডাঃ ফারজানুল ইসলাম জানান, সরকারি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে (শজিমেক)-এর ১৯৮ নমুনা পরীক্ষার ফলাফলে ৪৫ জন এবং টিএমএমএস মেডিকেল কলেজ হাসপাতালে ৩৩ নমুনা পরীক্ষার ফলাফলে ২০ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এদের মধ্যে ৪৪ জন পুরুষ, ১৮ জন নারী ও শিশু ৩ জন। আক্রান্তদের মধ্যে বগুড়া সদর উপজেলায় ৪৭ জন, শিবগঞ্জে ৪, ধুনটে ৪, গাবতলীতে ৩, কাহালুতে ৩, দুপচাঁচিয়াতে ২, শেরপুর ১ ও সোনাতলা উপজেলায় ১ জন। তিনি আরো জানান, গত ২৪ ঘন্টায় নতুন ১০৯ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে জেলায় মোট সুস্থ হয়েছেন ৪,৭০৫ জন। বগুড়া জেলায় চিকিৎসাধীন মোট রোগীর সংখ্যা ১,০৫৯ জন।