করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন রাশিয়ার জ্বালানিমন্ত্রী আলেকজান্দার নোভাক। তবে করোনা নিয়েই তিনি ওপেক বৈঠকে অংশ নেবেন বলে জানানো হয়েছে। বুধবার বৈঠকে বসছেন ওপেক মন্ত্রীরা।
মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, করোনা ভাইরাসে আক্রান্ত থাকলেও সুস্থ বোধ করছেন মন্ত্রী। তার মধ্যে এখন আর করোনার লক্ষণ নেই। তিনি ভিডিও কনফারেন্সেই যোগ দেবেন বৈঠকে।
তিনি বলেন, মন্ত্রী নোভাক বর্তমানে সরকারের একটি প্রতিনিধি দলের সঙ্গে দেশের পূর্বাঞ্চলে অবস্থান করছেন। এই প্রতিনিধি দলে রয়েছেন প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন।