স্টাফ রিপোর্টারঃ পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের মালিগাছা গ্রামে ভয়াবহ মাদকের ব্যবসা চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে
অভিযোগ এনে এলাকাবাসী আইনগত ব্যবস্থার দাবি জানিয়ে গতকাল সোমবার পাবনা পুলিশ সুপারের নিকট একটি আবেদন করেছেন। আবেদনের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য পাবনা জেলা প্রশাসক এবং র্যাব ১২, পাবনা ক্যাম্পের কমান্ডার বরাবর প্রেরণ করা হয়েছে বলে অভিযোগ সূত্রে জানা গেছে।
সূত্র মতে জানা গেছে, পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের মালিগাছা গ্রামের বাসিন্দা মামা মোন্তাজ এবং ভাগ্নে সেলিম। মোন্তাজ একই গ্রামের মৃত আব্দুল জলিল মোল্লার ছেলে এবং সেলিম নুরুজ্জামান মন্ডলের ছেলে। এরা ২
জনের সম্পর্কে আপন মামা ভাগ্নে। মামা ভাগ্নে মিলে এলাকায় দীর্ঘসময় ধরে ভয়াবহ মাদক ব্যবসা পরিচালনা করলেও সেলিম র্যাবের সোর্স দাবি করে
মানুষকে ভয় দেখানোর কারণে এলাকাবাসী তাদের বিরুদ্ধে কোনো কথা বলতে সাহস পায়না। মাঝে মধ্যেই রাতের বেলা গাঁজা, ফেনসিডিল, হেরোইন ও
ইয়াবার চালান আসে মোন্তাজ এর বাড়িতে। দুইজন মাদক ব্যবসায়ীর মাধ্যমে এলাকার অনেক যুবক ইতিমধ্যে মাদকশক্ত হয়ে উঠেছে। গত জুলাই মাসের প্রথম সপ্তাহে পাবনা শহরের রূপকথা রোড থেকে মাদক ব্যবসায়ী সেলিমের ছেলে পান্থ পাবনা শহরের আতাইকুলা রোডের দিশারী লাইব্রেরীর মালিক মহসিন বিশ্বাসের একটি মটর সাইকেল চুরি করে। মটর সাইকেল চুরির দৃশ্য সিসি ক্যামেরায় ধরা
পড়ে। পাবনা থানা পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ দেখে গত ৪ জুলাই সেলিমের ছেলে পান্থকে সনাক্ত করে। এদিন পুলিশ সেলিমের বাড়ি থেকে চুরাই মটর
সাইকেলটি উদ্ধার করে। এ বিষয়ে পাবনা থানায় মামলা দায়েরের পর পুলিশের ব্যাপক অভিযানে সেলিম বাধ্য হয়ে গত ৩ আগষ্ট তার ছেলে পান্থকে পাবনা থানায় আত্মসমর্পন করে দিয়েছে। পান্থ বর্তমানে পাবনা জেলা কারাগারে আটক
রয়েছে। মোন্তাজ সেলিম ও তার ছেলে পান্থ এর বিরুদ্ধে এলাকায় বিভিন্ন অপরাধ কর্মকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে।