স্বাধীনতা আজ কাঁদছে

কখনো নির্দোষ কাপিল খানের মুক্তির আর্জি হয়ে,
কখনো বা পরিযায়ী শ্রমিকের ঘরে ফেরার আর্তনাদ হয়ে,
সাফুরা জারগারকে মনে পড়ে ?
সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদ করে যাকে জেলে যেতে হয়েছিল?
গোটা দেশ যখন করোনার থাবায় ত্রস্ত,এক গর্ভবতী মায়ের চোখ দিয়ে সেদিন স্বাধীনতাকে কাঁদতে দেখেছি !
স্বাধীনতাকে কাঁদতে দেখেছি সেই প্রজন্মের চোখ দিয়ে ,যে মৃত মায়ের আঁচল টেনে খিদের কথা বলতে চেয়েছিল !
এইভাবে স্বাধীনতাকে কাঁদতে দেখি রোজ – 
বেরোজগারির খাবার থালায়,মহামারী  দুর্ভিক্ষে কৃষকের জমিতে, শিক্ষিত বেকার যুবক – যুবতীর মার্কশিটের প্রতিটি নম্বরের গভীরে ,আর স্বার্থপর রাজনীতির দাবার ছকে !