আরো ১৩ জোড় ট্রেন চালু হয়েছে। রবিবার থেকে ট্রেনগুলো দেশের বিভিন্ন রুটে পুরোদমে চলাচল শুরু করেছে।
করোনা মহামারিতে স্বল্প পরিসরে ট্রেন চালু হওয়ার পর থেকে এই প্রথম ট্রেনগুলো পুরোদমে চালু হলো। সব মিলিয়ে এখন চলাচল করা ট্রেনের সংখ্যা দাঁড়ালো ৩০ জোড়া।
সংবাদমাধ্যমকে রেলওয়ের কন্ট্রোল রুম জানিয়েছে, কমলাপুর রেলস্টেশন থেকে সকালে পারাবত, চিত্রা, নীলসাগর ও তিস্তা এক্সপ্রেস ছেড়ে গেছে।
আন্তঃনগর ট্রেনের টিকিট আগের মতো একসঙ্গে অনলাইনে ও মোবাইল অ্যাপসের মাধ্যমে বিক্রি করা হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
যাত্রার দিনসহ পাঁচ দিন পূর্বে আন্তঃনগর ট্রেনসমূহের অগ্রিম টিকিট ইস্যু করা যাবে।