নাটোর সদর উপজেলার তেলকুপি এলাকায় গোদাই নদে অবৈধ্যভাবে স্থাপন করা ২টি স্রোতি জাল অপসারন করলেন সহকারী কমিশনার আবু হাসান। রোববার (১৬ আগস্ট) দুপুরে এই অভিযান পরিচালনা করেন তিনি।
সদর উপজেলার সহকারী কমিশনার আবু হাসান জানান, গোদাই নদের ছাতনী ইউনিয়নের তেলকুপি এলাকায় অবৈধ্যভাবে ২টি স্রোতি জাল স্থাপন করেন আব্দুর রহমান ও করিম। এই স্রোতি জাল স্থাপনের কারনে নদের পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছিল। পাশাপাশি এই জালে ছোট বড় সবধরনের মাছ ধরা পরায় মাছের প্রাকৃতিক প্রবাহ ও প্রজনন বাধাগ্রস্থ হচ্ছে।
আবু হাসান বলেন, দুপুরে নদী থেকে স্রোতি জাল ২টি উচ্ছেদ করা হয়। তবে স্রোতি জাল ২টি মালিক পলাতক থাকায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা যায়নি।